যদি হতাম ভোরের পাখি,
সূর্য উদয়ের আগেই
সমস্ত পৃথিবীকে জানিয়ে দিতাম
সত্য কিছু কলকাকলি।
যদি হতাম বিখ্যাত মনীষী,
সমস্ত মানুষ মেনে নিত
আমার কিছু বাস্তবতার অজানা কাহিনী।
যদি হতাম বর্ষার ঢেউ,
প্রকৃতি প্রেমী কিছু মানুষ
বিকেলে দেখত আমার
হাসি মাখা মৃদু ঢেউ।
যদি হতাম শরতের হিমেল হাওয়া,
বাংলার মাঠে মাঠে কাশফুল
আমায় নিয়ে করত কত খেলা ।
যদি হতাম শীতের কুযাশা ,
সকালে মিষ্টি রোদের আশায়
সবাই করত আমায় তাড়া৷
যদি হতাম বসন্তের নতুন পাতা,
সমস্ত প্রকৃতিতে ভরিয়ে দিতাম
শুধু সবুজের মেলা।