নবীগঞ্জের নিভৃত পল্লীতে ড্রাগন চাষ
বহুগুণ সমৃদ্ধ বিদেশি ফল ড্রাগন এবার হবিগঞ্জে চাষ হয়েছে। জেলার নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল বলে পরিচিত দিনারপুর পরগনার এক নিভৃত পল্লীতে বিদেশি এই ফলের চাষ হচ্ছে। আর প্রথম পর্যায়েই সফলতার মুখ দেখেন এর উদ্যোক্তা। এমনকি তার এই সফলতা দেখে এলাকার অন্যান্য যুবকরাও এই ফল চাষে আগ্রহী হচ্ছেন।ভিডিওটি ইউটিউবে দেখতে : https://youtu.be/QnPYzZtecFQ
Posted by Dinrat News।দিনরাত নিউজ on Saturday, November 23, 2019