র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠ করতে চায় তাদের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে। কাউকে ছাড়া দেয়া হবে। অপরাধী যতই শক্তিশালী হোউক না কেন ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর র্যাব-৯ হবিগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, হবিগঞ্জের র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ স্থাপনের ফলে অপরাধীদের অভয়ারণ্য আর থাকবে না।
এ সময় তিনি সাম্প্রদায়িক বিনষ্টকারীরা এদেশে থাকতে পারবে না বলেও হুশিয়ারী প্রদান করেন।
ছোটবেলার কথা স্মৃতিচারণ করতে গিয়ে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি বানিয়াচংয়ের একটি প্রাইমারী স্কুলে লোখা পড়া করেছি। সে সময় ঘন্টার পর ঘন্টা পায়ে হেটে আমাদের স্কুলে আসতে হয়েছে। কিন্তু এখন বর্তমান শেখ হাসিনার সরকারের আমলে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। যে স্থানে হেটে যেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত এখন সেখানে মুহুর্তের মধ্যে চলে যাওয়া যায়।
পরিশেষে তিনি হবিগঞ্জের আইনশৃঙ্খলা উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন, র্যাব- ৯ এর অধিনায়ক আবু মুছা মো: শরীফুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ প্রশাসন, রাজনীতিবিদি ও জনপ্রতিনিধিবৃন্দ।