সিলেটের শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৪১ বোতল ফেন্সিডিলের একটি চালক ও ফেন্সিডিল বিক্রির টাকা জব্দ করে র্যাব।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে ওইদিন ভোরে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা বাছিত আহমেদ (২৭), জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও হাসান মিয়া (৩৫) মোগলাবাজার থানাধীন কুচাই সারপিন গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে।
সিলেট র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও ফেন্সিডিল জব্দ করে র্যাব।